TRENDING:

Panchayat election 2023: বাংলায় এসে কি কেন্দ্রীয় বাহিনী 'নিরুদ্দেশ' হল? ভোট হিংসা দেখে উঠছে প্রশ্ন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খাতায় কলমে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর কথা ছিল। যদিও ভোটের দিন সকাল পর্যন্ত সব বাহিনী এসে পৌঁছেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কিন্তু শেষ পর্যন্ত যত কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তারাই বা কোথায় গেল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠা বিভিন্ন জেলার প্রায় কোথাওই দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভও শুরু হয়েছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এক দফায় গোটা রাজ্যে ভোট হলে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করা যাবে কি না, তা নিয়ে সংশয় ছিলই। ভোট শুরু হতেই দেখা গেল, বিরোধী এবং সাধারণ মানুষের সেই আশঙ্কা অমূলক নয়।

আরও পড়ুন: বেজেই চলেছে ফোন, দিশেহারা অবস্থা নির্বাচন কমিশনের! দেখা নেই কমিশনার রাজীবের

গোটা রাজ্যে ভোটে নিরাপত্তার জন্য আদালতের নির্দেশে চাপে পড়ে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন৷ যদিও শেষ পর্যন্ত সেই সংখ্যক বাহিনী এসে পৌঁছেছে কি না, তার হিসেব ভোটের দিন সকাল পর্যন্ত পাওয়া যায়নি৷ সব বুথে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়, তার ফর্মুলাও তৈরি করে দিয়েছিল আদালত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

তার পরেও এ দিন সকা্ল থেকে জেলায় জেলায় ভোটকে কেন্দ্র করে চরম অশান্তি, রক্তপাত শুরু হয়৷ প্রায় সর্বত্রই অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনী ছিল না৷ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা কোথায় গেল, কীভাবে তাদের কাজে লাগানো হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে৷ এর জবাব দিতে পারেনি কমিশনও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: বাংলায় এসে কি কেন্দ্রীয় বাহিনী 'নিরুদ্দেশ' হল? ভোট হিংসা দেখে উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল