কৃষকদের উপযুক্ত দাম দেওয়া, ফড়ে প্রথার বিলোপ-সহ রাজ্য সরকারের একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপে ধান সংগ্রহের পরিমাণ বেড়েছে। প্রতি বছরই আগের বছরের সংগ্রহের পরিমাণকে ছাপিয়ে যাচ্ছে। ব্যতিক্রম নয় এবছরও। চলতি খরিফ মরশুমে ধান সংগ্রহে রেকর্ড বাংলার ৷ এ বছর ৫২ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৷ ইতিমধ্যেই ১৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে ৷
advertisement
রাজ্যের এভাবে ধান সংগ্রহের প্রক্রিয়া নজর কেড়েছে কেন্দ্রেরও। যে পদ্ধতিতে ধান সংগ্রহ করা হচ্ছে, তা প্রশংসনীয় বলে চিঠিতে উল্লেখ করেছে খাদ্য মন্ত্রক। সেইসঙ্গে, রাজ্যের ভাঁড়ারে থাকা অতিরিক্ত ধান তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিকে দেওয়ারও আবেদন করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কেন্দ্রের প্রশংসার বিষয়টি সংসদের আসন্ন বাজেট অধিবেশনে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তবে কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়েননি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এর আগেও কেন্দ্রের প্রশংসা কুড়িয়েছে রাজ্যের বেশ কিছু প্রকল্প। এবার তাতে যুক্ত হল ধান সংগ্রহ অভিযান।