সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও যাতে দেখা গিয়েছে সেদিন বিক্রম মদ্যপান করেছিলেন। ভিডিও ফুটেজে পার্টিতে পানীয়ের গ্লাস হাতে নিয়ে দেখা গিয়েছে বিক্রমকে ৷ এরপর থেকেই বিক্রম শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন সোনিকার বন্ধুরা ৷ ফেসবুকে ‘জাস্টিস ফর সোনিকা’ নামে একটি পেজও খুলেছে তারা ৷ সেখানেও অনেকেই বিক্রমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন।
advertisement
তবে বিক্রমের বাবা এই সমস্তটা অস্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছিন, ‘সেদিন রাতে বিক্রম মদ্যপান করেনি ৷ কারো হাতে গ্লাস থাকা বা কেউ নাইটক্লাবে যাওয়া মানে সে মদ্যপান করেছে এর কোনও মানে নেই ৷’
অন্যদিকে এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, মদ্যপ নয় বলে বিক্রমের দাবি সম্পূর্ণ মিথ্যে। বরং বিক্রম যে মদ্যপান করেছিলেন, তিনি নিজে তাঁর প্রমাণ।
বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক জামিন যোগ্য ধারায় মামলা করেছে টালিগঞ্জ থানা ও সোনিকার মামা। তিন দিনের মধ্যে হাজিরা দিতে বৃহস্পতিবার হাসপাতালেই নোটিস পাঠিয়েছিল পুলিশ। আইনি জটিলতা এড়াতে তাই শুক্রবার সকালে, তড়িঘড়ি আলিপুর CJM আদালতে সৌগত রায়চৌধুরীর এজলাসে আত্মসমর্পণ করেন অভিনেতা। দুপুরেই এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বিক্রম চট্টোপাধ্যায়।
তদন্তে যাই উঠে আসুক। জামিন পেয়েই সাংবাদিক বৈঠকে নির্দোষ প্রমাণে সাফাই দিলেন টেলি অভিনেতা। সেইসঙ্গে, মিডিয়া, ভক্তদের পাশে থাকার আবেদন করলেন তিনি।