কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!
সিবিএসই-র ওয়েবসাইটে প্রকাশিত খসড়া নিয়ে সমস্ত স্টেকহোল্ডাররা আগামী ৯ মার্চের মধ্যে তাঁদের মতামত জানাতে পারবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই খসড়া প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
বছরে দুবার পরীক্ষা, শিক্ষার্থীদের জন্য সুবিধা
সিবিএসই-র নতুন প্রস্তাব অনুযায়ী, ফেব্রুয়ারি ও মে মাসে বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা একটি বিষয়ে সেরা নম্বর স্কোর করার সুযোগ পাবেন। প্রথমবার পরীক্ষায় আশানুরূপ ফল না হলে, দ্বিতীয়বার সেই বিষয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফের পরীক্ষায় বসা যাবে।
স্কুল পাশের পর মাত্র ৬ মাস এই ‘মেডিক্যাল কোর্স’! হয়ে যাবেন ‘ডাক্তার’…! রোজগার করবেন লাখ টাকা!
কীভাবে হবে রেজাল্ট ঘোষণা?
প্রথম পরীক্ষার পরই হাতে মার্কশিট পাওয়া যাবে না। ডিজি লকার থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে পরবর্তী শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে। তবে চূড়ান্ত রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পর প্রকাশিত হবে।
যদি কোনও শিক্ষার্থী প্রথম পরীক্ষার পর রেজাল্ট দেখে সন্তুষ্ট থাকেন, তবে তিনি দ্বিতীয় পরীক্ষায় বসার প্রয়োজন নেই। অর্থাৎ, চাইলে দ্বিতীয় পরীক্ষার জন্য ‘অপ্ট-আউট’ করার সুযোগও থাকছে।
আরও পড়ুন- জিভে জল আসুক…’কাঁঠাল’ কখনও খাবেন না ‘কারা’? কাঁঠাল থেকে দূরেই থাকতে হবে, কেন জানেন?
কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?
এই নতুন পদ্ধতি চালু হলে, সিবিএসই-র অধীনে থাকা দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ২০২৫ সাল থেকেই বছরে দু’বার পরীক্ষার সুবিধা পাবেন।