পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই৷ সেই তদন্তের স্বার্থেই এদিন সকাল সকাল নিজাম প্যালেস থেকে সরাসরি নগরায়ণ ভবনে আসে সিবিআইয়ের একটি বড় টিম৷ সেখানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে দফতরে বসেন, সেই দফতরে পৌঁছে যান তাঁরা৷ সিবিআই আধিকারিকেরা সেখানে ১৫ থেকে ১৭ মিনিট ছিলেন বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, এদিন নগরায়ণ ভবনে পৌঁছে মূলত কিছু নথি সংগ্রহ করেন সিবিআইয়ের আধিকারিকেরা৷
advertisement
আরও দেখুন: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক পুরসভায় CBI হানা! নগরোন্নয়ন দফতরেও ঢুকল সিবিআই
নথি সংগ্রহ করার পর সেখান থেকে ডেপুটি সেক্রেটারি পদের এক আধিকারিককে সঙ্গে নিয়ে তাঁরা ফোর্থ ফ্লোরে ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডের দফতরে পৌঁছয়৷ এখানে দীর্ঘক্ষণ নথিপত্র দেখেন ও সংগ্রহ করেন বলে সূত্রের খবর৷
কিন্তু, ঘটনার সময় ভবনে ছিলেন না ফিরহাদ হাকিম৷ সদ্য বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ তাঁর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি জেনে বলবেন৷ তবে, পাশাপাশি, গোটা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে বলে এদিন মন্তব্য করেন ফিরহাদ৷ তাঁর কথায়, ‘‘যা হচ্ছে পুরোটাই রাজনীতির জন্য৷ রাজনৈতিক কারণেই এটা হচ্ছে৷ আমরাও বিষয়টি খতিয়ে দেখেছি৷’’