TRENDING:

Crime News: বগটুই অগ্নিসংযোগকাণ্ডে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট ও ভাদু শেখ খুনে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট হাইকোর্টে পেশ করবে CBI

Last Updated:

নিহত ৭ জনের ডিএনএ ও তাদের পরিবারের ডিএনএ-র বিষয়ে উল্লেখ করা হয়েছে বগটুইকাণ্ডে, দাবি সিবিআইয়ের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বগটুই অগ্নি সংযোগের ঘটনায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট এবং ভাদু শেখ খুনে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট  অর্থাৎ দুটি মামলায় দুটি স্ট্যাটাস রিপোর্ট হাই কোর্টে জমা দেবে CBI। এই রিপোর্টে  অগ্নিদগ্ধ মৃত সাত জনের DNA-র  সঙ্গে তাঁদের পরিবারের DNA সংগ্রহ করে দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল৷ সেটি ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে, দাবি সিবিআইয়ের । মোট ৩০জন এই ঘটনায় গ্রেফতার হয়েছে। অন্যদিকে, ভাদু খুনের ঘটনায় মঙ্গলবার দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট হাই কোর্টে জমা দেবে সিবিআই ।
advertisement

আরও পড়ুন Kolkata Murder:কলকাতায় জোড়া খুন, ভবানীপুরের হরিশ মুখার্জি রোড-এ উদ্ধার মৃত দম্পতির দেহ

প্রসঙ্গত গত ২১মার্চ রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন হন। তিনি রাস্তার উপর বাইকের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেসময় তাঁকে বোমা মেরে হত্যা করা হয়। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঠিক ওই রাতেই  কিছুক্ষণ পর বগুটুই গ্রামে আগুন লাগিয়ে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে একই বাড়িতে সাত জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। আশপাশের বাড়িতেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে পরবর্তীকালে মৃতের সংখ্যা হয় দশ জন। কিন্তু মিহিলাল শেখের পরিবারের অভিযোগ, সাত জনের দেহ যে ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁদের পরিবারের লোকেরা সনাক্ত করেননি। অন্য কেউ করেছিলেন। হাই কোর্টে নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পর মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মৃতদেহের ডিএনএ দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠায়৷ অন্যদিকে মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ পাঠায় দিল্লি ফরেন্সিক ল্যাবে। সেই ডিএনএ ম্যাচের কথা উল্লেখ রিপোর্টে, দাবি সিবিআইয়ের।

advertisement

আরও পড়ুন CBI: নজরে অনুব্রত মণ্ডলের মেয়ের সম্পত্তি, তলবের সম্ভাবনা বীরভূমের দুই ব্যবসায়ীকে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বগটুই অগ্নিসংযোগে একুশ জনকে জেলা পুলিশ গ্রেফতার করে৷ বাকি ৯ জনকে সিবিআই গ্রেফতার করে। মুম্বই থেকে চার জন বাপ্পা শেখ, সাবু শেখ, চাঁদ শেখ, পল্টু শেখকে সিবিআই গ্রেফতার করে। এরপরও আরও পাঁচ জনকে সিবিআই গ্রেফতার করে। সব মিলিয়ে বগুটুই কাণ্ডে মোট ৩০ জন গ্রেফতার হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন জয়েন্ট ডিরেক্টর ঘন শ্যাম উপাধ্যায় এবং ডিআইজি সিবিআই আখিলেস কুমার সিং। ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিমও। অন্যদিকে হাই কোর্টে নির্দেশে এরপর রামপুরহাটে ভাদু শেখ খুনের তদন্ত সিবিআইকে দেওয়া হয়। সেই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি সিবিআই আখিলেস কুমার সিং সহ সিবিআই টিম। ভাদু মামলায় গত ২রা মে প্রথম স্ট্যাটাস রিপোর্ট দেয় সিবিআই। এবার দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় বগুটুই এবং ভাদু শেখ খুনে তৎপর সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: বগটুই অগ্নিসংযোগকাণ্ডে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট ও ভাদু শেখ খুনে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট হাইকোর্টে পেশ করবে CBI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল