অন্য দিকে তাপস সাহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে এবার নজর ইডি-রও৷ সিবিআইয়ের এফআইআরের সূত্র ধরেই তাপসের বিরুদ্ধে মামলা রুজু করা হতে পারে বলে ইডি সূত্রে খবর৷
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷ গত শুক্রবার বিধায়কের তেহট্টের বাড়িতে হানা দেয় সিবিআই৷
advertisement
আরও পড়ুন: অয়ন শীলের থেকে এবার যা খোঁজ পেল ইডি, মাথায় হাত সকলের! নতুন তলবে ঘুরে যাবে সবকিছু?
প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চলে সেখানে৷ বিধায়কের মোবাইল এবং বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়৷ বেঙ্গালুরুতে তাপস সাহার ছেলের ফ্ল্যাটেও হানা দেয় সিবিআই৷ তাপস সাহার বাড়িেত তল্লাশির পর তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল এবং তেহট্টেরই বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়িতেও তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা৷
সিবিআই তল্লাশি শেষে তাপস সাহা দাবি করেছিলেন, দলেরই একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন৷ চাকরি দেওয়ার প্রতিশ্রুিত দিয়ে তিনি কোনও টাকা নেননি বলেও জোর গলায় দাবি করেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক৷
ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের তিন বিধায়ক গ্রেফতার হয়েছেন৷ তাপসও যে সহজে সিবিআই-এর নজর থেকে মুক্তি পাচ্ছেন না, তা বিধায়ককে তলবের সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গেল৷