প্রসঙ্গত, গত শনিবার সিবিআই দফতরে প্রথমবার হাজিরা দিয়ে বেরনোর সময়ই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অপূর্ব বিশ্বাস৷ তিনি দাবি করেছিলেন, ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়ির লোক হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন৷ এমন কি, ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷ এক প্রাক্তন কাউন্সিলরের কথাও উল্লেখ করেছিলেন ময়নাতদন্তকারী ওই চিকিৎসক৷
advertisement
অপূর্ব বিশ্বাসের এই দাবির পরেই আরজি কর কাণ্ডে সামনে আসে পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম৷ ময়নাতদন্ত ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সিবিআই দফতরে তলব করা হয় এলাকার বিধায়ক নির্মল ঘোষকেও৷
আরজি কর কাণ্ডে শুরু থেকেই ময়নাতদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুত নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ উঠেছিল৷ তথ্যপ্রমাণ লোপাটেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এই বিতর্কের মধ্যেই পর পর চারদিন ময়নাতদন্তকারী চিকিৎসককে কেন তলব করলেন সিবিআই-এর তদন্তকারীরা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷