TRENDING:

Minakshi Mukherjee on RG Kar Protest: আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের, রেকর্ড করা হবে বয়ানও... বৃহস্পতিবারেই সিজিও যাচ্ছেন যুবনেত্রী

Last Updated:

Minakshi Mukherjee on RG Kar Protest: আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ‍্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আরজিকর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ‍্যায়কে তলব সিবিআই-এর। আজ, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায়, উইটনেস স্টেটমেন্ট রেকর্ড করতে, সি জি ও কমপ্লেক্স যাবেন DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। সিবিআই-এর স্পেশ‍্যাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে তলব করেছে বলে সূত্রের খবর।
DYFI নেত্রী মীনাক্ষীকে তলব সিবিআই-এর
DYFI নেত্রী মীনাক্ষীকে তলব সিবিআই-এর
advertisement

আরও পড়ুনঃ   ‘জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

গত ১৪ অগাস্ট সারা রাজ‍্যেজুড়ে ‘রাতদখল’ চলছিল, ঠিক সেই সময় আর জি কর হাসপাতাল আক্রমণ করা হয়। বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় ঘটনাস্থলে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান চলছিল DYFI-এর। এবার সেই ভাঙচুরের ঘটনাতেই মীনাক্ষীকে তলব করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর বয়ান রেকর্ড করবেন বলেও জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিছুদিন আগেই DYFI রাজ্য সম্পাদকে তলব করা হয়েছিল সিবিআই-এর পক্ষ থেকে কিন্তু বাইরে থাকায় তিনি আসতে পারেননি। তিনি জানিয়েছিলেন সিবিআইকে জানিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিবিআই অফিসে আসবেন। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব সিপিআইএম নেত্রী। সঠিক তদন্তের স্বার্থে সবরকম সাহয‍্য করতে তিনি রাজি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee on RG Kar Protest: আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষীকে তলব সিবিআইয়ের, রেকর্ড করা হবে বয়ানও... বৃহস্পতিবারেই সিজিও যাচ্ছেন যুবনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল