TRENDING:

Chit Fund Case: বিরাট খবর! এবার চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর! তোলপাড় বাংলা

Last Updated:

Chit Fund Case: অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তনু কর, জলপাইগুড়ি: চিটফান্ড কান্ডে এবার জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করল সিবিআই। ময়নাগুড়িতে শিবশঙ্কর এগ্রোভেট লিমিটেড নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন শশাঙ্ক রায় বসুনিয়া। সারদা কেলেঙ্কারি সামনে আসার পর রাতারাতি ঝাঁপ বন্ধ হয়ে যায় শিব শঙ্কর এগ্রোভেটের।
তৃণমূল নেতাকে সিবিআই তলব
তৃণমূল নেতাকে সিবিআই তলব
advertisement

অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থা। এই নিয়ে মামলাও করেন একাধিক গ্রাহক। সেই সূত্র ধরেই সিবিআই তলব বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সিবিআই নোটিশ পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন শশাঙ্ক রায় বসুনিয়া।

আরও পড়ুন: সূত্র এসে গিয়েছে হাতে, মানিকের আর 'রক্ষা' নেই! জেলে রেখেই 'খেলা' শেষ করতে চাইছে ইডি

advertisement

আরও পড়ুন: নজরে নন্দীগ্রাম, কুণালের সভায় বেনজির ঘটনা! চমক দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার সিবিআই দফতরে হাজির হবেন তিনি। এ ব্যাপারে শশাঙ্ক রায় বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা রায় বসুনিয়া জানান, শিব শঙ্কর এগ্রোর সাধারণ এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন তাঁর স্বামী। সিবিআই তলব পেয়েছেন। হাজিরা দিতে কলকাতায় যাবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chit Fund Case: বিরাট খবর! এবার চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর! তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল