অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থা। এই নিয়ে মামলাও করেন একাধিক গ্রাহক। সেই সূত্র ধরেই সিবিআই তলব বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সিবিআই নোটিশ পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন শশাঙ্ক রায় বসুনিয়া।
আরও পড়ুন: সূত্র এসে গিয়েছে হাতে, মানিকের আর 'রক্ষা' নেই! জেলে রেখেই 'খেলা' শেষ করতে চাইছে ইডি
advertisement
আরও পড়ুন: নজরে নন্দীগ্রাম, কুণালের সভায় বেনজির ঘটনা! চমক দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী
শুক্রবার সিবিআই দফতরে হাজির হবেন তিনি। এ ব্যাপারে শশাঙ্ক রায় বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা রায় বসুনিয়া জানান, শিব শঙ্কর এগ্রোর সাধারণ এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন তাঁর স্বামী। সিবিআই তলব পেয়েছেন। হাজিরা দিতে কলকাতায় যাবেন তিনি।