ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবৎ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করেছে।
আরও পড়ুন: পেরিয়ে গেছে ৩ ঘণ্টা, ঢুকতে দেওয়া হয়নি আইনজীবীদের, পার্থর হল একাধিক টেস্ট
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন অর্থাৎ গত ৩ মে নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় নন্দীগ্রামের চিল্লোগ্রাম এলাকায় গুরুতর জখম হন দেবব্রত মাইতি। এর পর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ১৩ মে দেবব্রতর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই ঘটনাতেই তাহের-সহ নয় জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। তারপর গ্রেফতার হন বেশ কয়েকজন তৃণমূল নেতা।
advertisement
আরও পড়ুন: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল
তাহের এর আগে জানিয়েছিলেন, “সিবিআই তদন্তের নামে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে জেলে ভরে রেখেছে। প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে তাঁদের জামিনের বিরোধিতা করছে। একই কায়দায় নন্দীগ্রামের আরও তৃণমূল নেতা-কর্মীদেরও জেলে ভরার ছক কষেছে।'' দেবব্রতর মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে গত বছর ৩১ অগস্ট চিল্লোগ্রামে যায় সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। সেই সঙ্গে ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান-সহ বহু নেতাকর্মীকে ডেকে পাঠানো হয়েছিল। ওই মামলায় সুফিয়ান ছাড় পেয়ে গেলেও তাঁর জামাই-সহ বেশ কয়েকজন এখনও বন্দি।