TRENDING:

CBI: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা দিল সিবিআই

Last Updated:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চটোপাধ‍্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা দিল সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের ৮৮ দিনের মাথায় শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চটোপাধ‍্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা দিল সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের ৮৮ দিনের মাথায় শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: রাজ্যে প্রাথমিক শিক্ষায় বিরাট বদল! প্রথম শ্রেণি থেকেই চালু সেমেস্টার পদ্ধতি

এই সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থকে মামলার নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ হিসাবে উল্লেখ করা হয়েছে। ১০৮০ জন চাকরি প্রার্থীর কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। তদন্ত চলাকালীন মোট ৪০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও চার্জশিটে নাম রয়েছে অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের। চলতি বছরের ১ অক্টোবর জেল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। পার্থর পাশাপাশি এই মামলায় জেলবন্দি অয়ন শীলকেও গ্রেফতার করেছিল সিবিআই। পার্থ, অয়ন এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মূলত ৩০ পাতার দ্বিতীয় চার্জশিট গঠনের ফলে আবার চাপে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

advertisement

আরও পড়ুন: প্রিয় ‘পাপাজি’ আর নেই! বড়দাকে হারিয়ে শোকে পাথর মনমোহনের কলকাতা নিবাসী বোন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

প্রসঙ্গত, নিয়োগ মামলায় ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সিবিআইয়ের জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর দেখা দেয়। মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। গত ২৪ ডিসেম্বর ওই মামলাতে পার্থদের জামিন নাকচ করে দেয় আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা দিল সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল