TRENDING:

আগামিকাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ, কলকাতায় উপস্থিত সিবিআইয়ের বিশেষ দল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ৯ ফেব্রুয়ারি শিলঙে পুলিশ কমিশনার রাজীব কুমার জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। শিলঙে  রাজীবকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের ১০ আধিকারিক । গতকালই রাজীব কুমারকে শিলঙে তলব করেছ সিবিআই ।সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের বিশেষ দল উপস্থিত হয়েছে ও আজই এই দলটি শিলঙে যাবে ।
advertisement

এই বিশেষ দলে রয়েছেন ১ এসপি, ৩ এএসপি, ৩ ডিএসপি। এছাড়াও রয়েছেন ৩ ইন্সপেক্টর । দলের নেতৃত্ব দিচ্ছেন এসপি জগরুপ এস গুসিনহা ।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তার আগে আজই কলকাতায় এসে পৌঁছলেন সিবিআইয়ের ১০ সদস্যে বিশেষ দল । শিলঙে এই দলই জিজ্ঞাসাবাদ করবে সিপিকে । সারদা ও রোজভ্যালি চিটফান্ড দুর্নীতির তদন্তে অসহযোগীতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । যদিও সিবিআইয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন রাজীব কুমার ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামিকাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ, কলকাতায় উপস্থিত সিবিআইয়ের বিশেষ দল