গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে সিবিআই। সে কারণে তাঁকে দ্বিতীয় বার নোটিস পাঠানো হল। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক গত মাসে জামিন পেয়েছেন। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গরুপাচারে প্রথম নোটিশ এপ্রিল মাসে পেয়েও তিনি হাজির হননি। তাই এবার অনুব্রতকে দ্বিতীয় নোটিশ দিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
advertisement
আরও পড়ুন: এসএসসি গ্রুপ ডি-র ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিল, বেতন পুনরুদ্ধারের নির্দেশ হাইকোর্টের
কিছু দিন আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় তাঁকে দুবার নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার দেখিয়ে দিয়ে, হাজিরা এড়ান বলে দাবি সিবিআইয়ের। সিবিআইয়ের নোটিশের পর তিনি দ্বারস্থ হন হাইকোর্টে। প্রসঙ্গত, গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ইলামবাজারে গোপালনগর গ্রামে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা। চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হয় ইলামবাজার থানায়। এফআইআরে অনুব্রত নাম ছিল না। তবে হাই কোর্টে নির্দেশ অনুসারে ভোট পরবর্তী হিংসা ঘটনায় ( খুন, ধর্ষণের ) তদন্ত ভার নেয় সিবিআই। সেই ঘটনায় অনুব্রত মন্ডলকে পর পর দুবার নোটিশ দেয় সিবিআই। এর পর তিনি অসুস্থতার জন্য হাজির হননি বলে জানিয়ে দেয় সিবিআইকে। এর পর তিনি হাইকোর্ট থেকে রক্ষাকবচ পান। এবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে দ্বিতীয় নোটিশ দিল সিবিআই । আগামী ১৪ ফেব্রুয়ারী তিনি নিজাম প্যালেসে আসেন কিনা সেটাই দেখার।
Arpita Hazra