জানা গিয়েছে, বুধবার দুপুরে সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় এবং ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকেও তলব করা হয়।
আরও পড়ুন: তোলপাড় ফেলে দিল সিবিআই, SSC কাণ্ডে হানা উত্তরবঙ্গে! ঢুকল সুবীরেশের চেম্বারে
হঠাৎ কেন সুবীরেশের দিকে নজর পড়ল সিবিআই-এর? এসএসসি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সুবীরেশের নাম রয়েছে। আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এসএসসির গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং শিক্ষক নিয়োগের মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে বাগ কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। চাকরিপ্রাপ্তদের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি বলে অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: নজরে অনুব্রতর 'শরীর', গাড়িতে বড় চমক! সিবিআই-এর বিশেষ 'ব্যবস্থা' নিয়ে শোরগোল
প্রসঙ্গত, টেট-দুর্নীতি মামলার জেরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হল। আগামিকালই পর্ষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন গৌতম পাল।