বালিগঞ্জ এলাকায় ফার্ন রোডের অফিস কাম রেসিডেন্স-এ টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালায় সিবিআই। অন্যদিকে নৈহাটির দুটি জায়গাতে সম্রাট ভট্টাচাৰ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচাৰ্যর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সিবিআই সুত্রে খবর, উদ্ধার হয়েছে বহু নথি, ইলেকট্রনিক্স ডিভাইস। এই বিপুল পরিমাণ টাকা কোন কোন অ্যাকাউন্টে গিয়েছিল? কার নামে ওই অ্যাকাউন্ট ? মানি ট্রেইল হয়ে কোথায় কোথায় গিয়েছে! সবই খতিয়ে দেখছে সিবিআই |
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক ভাবে সেবি ও আরওসির কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। বালিগঞ্জ এলাকায় কত দিন ধরে ওই অফিস কাম রেসিডেন্স, সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া নৈহাটিতে দুটি রেসিডেন্স-এ তল্লাশি করে যেসব গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। এর আগে সারদা বা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল। সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ ছিল এবার নয়া এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে কোমর বেঁধে নামলেন সিবিআইয়ের এন্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিকরা | প্রায় ঘন্টা দশেক সময় ধরে চলে তল্লাশি। বিভিন্ন স্কিমে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে কোথায় কোথায় গিয়েছে সেই টাকা খতিয়ে দেখছে সিবিআই ।