উত্তর ২৪ পরগনার দুই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান সুধাময় রায়ের বাড়িতে তল্লাশিতে এসেছেন ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে সিআরপিএফের জওয়ানরা।
আরও পড়ুন: ‘দোষ করলে শাস্তি পাক, কিন্তু…’, সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব
advertisement
হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায়ের বাড়িতেও ৪ সদস্যের সিবিআই দল তদন্ত শুরু করেছে। উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছিল সিবিআইয়ের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রেই জানা গিয়েছিল, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছেন তাঁদের আধিকারিকেরা। সেই সময় বাড়িতেই ছিলেন মদন। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলেও খবর।
আরও পড়ুন: অয়ন শীলের ডাস্টবিন থেকে জল গড়াল নেতা-মন্ত্রীদের বাড়িতে, কোন সূত্রে ফিরহাদ-মদনের কাছে সিবিআই?
প্রায় পাঁচঘণ্টা তল্লাশি চলে মদন মিত্রের বাড়িতে। যদিও মদন মিত্রের বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, তা নিয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে মদন ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেছিল সিবিআই। তবে দুপুরে মদনের বাড়ি থেকে সিবিআই তল্লাশি চালিয়ে ফিরে গেলেও ফিরহাদের বাড়িতে জারি রয়েছে সিবিআই তল্লাশি।