TRENDING:

Cbi Raid: দমদম পুরসভার চেয়ারম্যানকে তোলা হল সিবিআই-এর গাড়িতে, গেলেন কোথায়? জল্পনার অবসান

Last Updated:

Cbi Raid: উত্তর ২৪ পরগনার দুই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়ি ছাড়াও একাধিক পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। এরপর দুপুর তিনটে নাগাদ হরিন্দর সিংকে তার বাড়ি থেকে পৌরসভায় নিয়ে যাওয়া হচ্ছে সিবিআইয়ের গাড়িতে করে। তল্লাশি চলছে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও।
একাধিক জায়গায় সিবিআই হানা
একাধিক জায়গায় সিবিআই হানা
advertisement

উত্তর ২৪ পরগনার দুই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান সুধাময় রায়ের বাড়িতে তল্লাশিতে এসেছেন ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে সিআরপিএফের জওয়ানরা।

আরও পড়ুন: ‘দোষ করলে শাস্তি পাক, কিন্তু…’, সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব

advertisement

হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায়ের বাড়িতেও ৪ সদস্যের সিবিআই দল তদন্ত শুরু করেছে। উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।

রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছিল সিবিআইয়ের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রেই জানা গিয়েছিল, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছেন তাঁদের আধিকারিকেরা। সেই সময় বাড়িতেই ছিলেন মদন। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলেও খবর।

advertisement

আরও পড়ুন: অয়ন শীলের ডাস্টবিন থেকে জল গড়াল নেতা-মন্ত্রীদের বাড়িতে, কোন সূত্রে ফিরহাদ-মদনের কাছে সিবিআই?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রায় পাঁচঘণ্টা তল্লাশি চলে মদন মিত্রের বাড়িতে। যদিও মদন মিত্রের বাড়ি থেকে কী পাওয়া গিয়েছে, তা নিয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে মদন ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেছিল সিবিআই। তবে দুপুরে মদনের বাড়ি থেকে সিবিআই তল্লাশি চালিয়ে ফিরে গেলেও ফিরহাদের বাড়িতে জারি রয়েছে সিবিআই তল্লাশি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cbi Raid: দমদম পুরসভার চেয়ারম্যানকে তোলা হল সিবিআই-এর গাড়িতে, গেলেন কোথায়? জল্পনার অবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল