Dev on CBI: 'দোষ করলে শাস্তি পাক, কিন্তু...', সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব

Last Updated:
ঘাটাল: কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে ফের সিবিআই তল্লাশির পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷
এ দিন সকাল থেকেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি শুরু হয়েছে৷ সবমিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলছে৷ এর মধ্যে রয়েছেন শাসক দলের একাধিক আরও নেতা৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজনৈতিক প্রতিিহংসার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই হয়রানি চলছে বলে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
নিজের সাংসদ এলাকা ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন পৌঁছন দেব৷ সেখানেই সিবিআই তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ বলেন, কেউ অন্যায় করে থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু সত্যিই যদি রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করে, তাহলে সেটা ভারতবর্ষের ভবিষ্যতের জন্য খারাপ৷ কারণ ক্ষমতা সারাজীবন কারও কাছে থাকে না৷ এরকম হলে তো এরপর যারা ক্ষমতায় আসবে তারাও ইডি, সিবিআই-এর অপব্যবহার করবে৷
advertisement
সিবিআই-এর এই তৎপরতা শুরু হতেই ফের একবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ সংবাদসংস্থা এএনআই-কে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেভাবে চায় িসবিআই, ইডি সেভাবে কাজ করছে৷ এটা ঠিক নয়৷ সরকার আসে যায়৷ কিন্তু সিবিআই, ইডি তো থেকে যাবে৷ এজেন্সির উপরে সরকারের চাপ আসেই৷ তাঁরাও সরকারি কর্মী৷ আমরা এটাই বলতে চাই, বুঝে শুনে ধীরেসুস্থে যা করার করুন৷ প্রতিহিংসামূলক মনোভাব দূরে সরিয়ে যথাযথ তদন্ত করে সত্যিটা সামনে আনুন৷ আর এসব তদন্ত তো আদালতের নজরদারিতে চলে৷ ফলে আদালতেরও বিষয়টা দেখা উচিত৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev on CBI: 'দোষ করলে শাস্তি পাক, কিন্তু...', সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement