Dev on CBI: 'দোষ করলে শাস্তি পাক, কিন্তু...', সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘাটাল: কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে ফের সিবিআই তল্লাশির পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷
এ দিন সকাল থেকেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি শুরু হয়েছে৷ সবমিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলছে৷ এর মধ্যে রয়েছেন শাসক দলের একাধিক আরও নেতা৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজনৈতিক প্রতিিহংসার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই হয়রানি চলছে বলে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
নিজের সাংসদ এলাকা ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন পৌঁছন দেব৷ সেখানেই সিবিআই তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ বলেন, কেউ অন্যায় করে থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু সত্যিই যদি রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করে, তাহলে সেটা ভারতবর্ষের ভবিষ্যতের জন্য খারাপ৷ কারণ ক্ষমতা সারাজীবন কারও কাছে থাকে না৷ এরকম হলে তো এরপর যারা ক্ষমতায় আসবে তারাও ইডি, সিবিআই-এর অপব্যবহার করবে৷
advertisement
সিবিআই-এর এই তৎপরতা শুরু হতেই ফের একবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ সংবাদসংস্থা এএনআই-কে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেভাবে চায় িসবিআই, ইডি সেভাবে কাজ করছে৷ এটা ঠিক নয়৷ সরকার আসে যায়৷ কিন্তু সিবিআই, ইডি তো থেকে যাবে৷ এজেন্সির উপরে সরকারের চাপ আসেই৷ তাঁরাও সরকারি কর্মী৷ আমরা এটাই বলতে চাই, বুঝে শুনে ধীরেসুস্থে যা করার করুন৷ প্রতিহিংসামূলক মনোভাব দূরে সরিয়ে যথাযথ তদন্ত করে সত্যিটা সামনে আনুন৷ আর এসব তদন্ত তো আদালতের নজরদারিতে চলে৷ ফলে আদালতেরও বিষয়টা দেখা উচিত৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev on CBI: 'দোষ করলে শাস্তি পাক, কিন্তু...', সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুললেন দেব