TRENDING:

CBI On RG Kar Case: কে প্রথম দেখেছিল...? সকাল ৯:৩০ থেকে ১০:১০! কী হয়েছিল 'সেই' ৪০ মিনিট? সিবিআই তদন্তে নতুন 'ধোঁয়াশা'

Last Updated:

CBI On RG Kar Case: নতুন প্রশ্ন দানা বেঁধেছে এক ৪০ মিনিটের ধোঁয়াশা ঘিরে। সেই বিশেষ সময় যার ঘটনাক্রমের বিবরণ কিছুতেই পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। ধোয়াশায় এই ৪০ মিনিট ঘিরেই তাই নতুন করে বাড়ছে সন্দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একের পর এক সিবিআই তদন্তে ক্রমশ উঠে আসছে একের পর এক প্রশ্ন। আর তারই উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী দল। এবার নতুন প্রশ্ন দানা বেঁধেছে এক ৪০ মিনিটের ধোঁয়াশা ঘিরে। সেই বিশেষ সময় যার ঘটনাক্রমের বিবরণ কিছুতেই পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। ধোয়াশায় এই ৪০ মিনিট ঘিরেই তাই নতুন করে বাড়ছে সন্দেহ।
সিবিআই তদন্তে ধোয়াঁশার মিছিল
সিবিআই তদন্তে ধোয়াঁশার মিছিল
advertisement

আরজি করের পড়ুয়া চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় ৪০ মিনিটের ধোয়াশা এখনও কাটেনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সেমিনার হলে দেহ প্রথম দেখেন পিজিট প্রথম বর্ষের ছাত্র। তখন সময় সকাল সাড়ে ন’টা। অথচ সূত্রের খবর বলছে, আর জি কর আউট পোস্টে দেহ পড়ে থাকার খবর আসে বেলা ১০ঃ১০ -এ। তাহলে প্রশ্ন উঠছে মাঝের এই লম্বা ৪০ মিনিট ধরে ঠিক কী ঘটেছিল সেমিনার হলে? সেইসময় কারা ছিলেন উপস্থিত সেখানে? কেনই বা তাঁরা আউট পোস্টে দেহ পরে থাকার খবর জানাননি? তা পিছনে কি কোনও বিশেষ অভিসন্ধি ছিল?

advertisement

আরও পড়ুন: সোমবার থেকেই আবহাওয়ার ব্যাপক ভোলবদল…! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা কোন কোন জেলায়? কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রহস্য এখনও কাটেনি দাবি সিবিআইয়ের। প্রসঙ্গত, যিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন সিবিআই জিজ্ঞাসাবাদে তাঁর দাবি, দেহ দেখার পর চেস্ট মেডিসিন বিভাগে সেই সময় যাঁরা aডিউটিতে ছিলেন তাঁদের জানিয়েছিলেন তিনি। কলকাতা পুলিশের কাছেও তিনি একই বয়ান দিয়েছিলেন। এই উত্তর যদি সত্যি হয়, তাহলে কেন ৪০ মিনিট পর আউট পোস্টে খবর গেল? কী ঘটল এই ৪০ মিনিটে? তা জানতে মরিয়া সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI On RG Kar Case: কে প্রথম দেখেছিল...? সকাল ৯:৩০ থেকে ১০:১০! কী হয়েছিল 'সেই' ৪০ মিনিট? সিবিআই তদন্তে নতুন 'ধোঁয়াশা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল