TRENDING:

FIR-এ থাকা তেরো'তেই শেষ নয়, নারদকাণ্ডে সিবিআইয়ের নজরে আরও ২ সাংসদ

Last Updated:

নারদ তদন্তে এফআইআরে নাম থাকা তেরো জন ছাড়াও আরও বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নারদ তদন্তে এফআইআরে নাম থাকা তেরো জন ছাড়াও আরও বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন দুই সাংসদ। আগামী সপ্তাহেই তাঁদের ডাকা হবে। কিভাবে প্রভাবশালীদের জেরা করা হবে? সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নিজাম প্যালেসে বৈঠকে করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আটঘাট বেঁধেই এগোতে চাইছেন তাঁরা।
advertisement

FIR-এ থাকা তেরো'তেই শেষ নয়। নারদ তদন্তে আর বেশ কয়েকজনকে ডাকবে সিবিআই। নারদের অসম্পাদিত ফুটেজ ছাড়াও টেলিফোনে কথোপকথনের ভিত্তিতে তাঁদের ডাকা হবে বলে সিবিআই সূত্রে খবর।

 সিবিআইয়ের নজরে

- নারদ এফআইআরে ১৩ জনের নাম

- তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা

- তা ছাড়া ডাকা হতে পারে আরও ২ সাংসদকে

advertisement

অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আটঘাট বেধেই এগোতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা। মঙ্গলবার নিজাম প্যালেসে বৈঠকে বসেন তদন্তকারীরা।

বৈঠকের আলোচ্য বিষয় ছিল -

- কী ভাবে অভিযুক্তদের জেরা করা হবে?

- আগামী দিনে তদন্ত কোন পথে এগোবে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিষয়গুলি খতিয়ে দেখতে ফের বৈঠকে বসবেন তদন্তকারীরা। সামনের সপ্তাহেই নারদ FIR-এ নাম থাকা অভিযুক্তদের নোটিস পাঠানো হবে বলে সিবিআই সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
FIR-এ থাকা তেরো'তেই শেষ নয়, নারদকাণ্ডে সিবিআইয়ের নজরে আরও ২ সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল