TRENDING:

শেষ সময়সীমা, নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই

Last Updated:

নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই। আজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া এক মাসের সময়সীমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই। আজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া এক মাসের সময়সীমা। কিন্তু এই ৩০ দিনেও FIR রুজু করতে পারেনি সিবিআই। নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধানে তিন দিন সময় দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্ট তা বাড়িয়ে এক মাস করে।
advertisement

নারদ স্টিং অপারেশনের ৭৩টি ফুটেজ খতিয়ে দেখেছে সিবিআই। কিন্তু এখনও শেষ হয়নি প্রাথমিক অনুসন্ধান পর্ব। তাই সুপ্রিম কোর্টের দেওয়া দ্বিতীয় বিকল্পের পথেই হাঁটতে চলেছে সিবিআই। FIR রুজুর জন্য সময় চেয়ে হাইকোর্টে যেতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এদিকে, ২০ এপ্রিল হাজিরা দিতে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে ফের নোটিস দিল মুচিপাড়া থানা। হাজিরা না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুলিশের।

advertisement

নারদ মামলার রায়ে প্রাথমিকের তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ৷ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া ৭২ ঘণ্টা সময়সীমা পরে বাড়িয়ে এক মাস করে দেয় শীর্ষ আদালত ৷ ৩০ দিনের মধ্যে প্রাথমিক অনুসন্ধান শেষ করে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে ৷ আজ শেষ হচ্ছে সময়সীমা ৷ নারদকাণ্ডে আজ সিবিআই কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শেষ সময়সীমা, নারদকাণ্ডে এখনও FIR রুজু নিয়ে দ্বিধায় সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল