অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের উপরেও নজর রেখেছে সিবিআই। অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের দিকেও বিশেষ নজর রয়েছে সিবিআইয়ের। তবে এর মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল আসলে একজন প্রাথমিক শিক্ষিকা। কিন্তু পাশাপাশি তিনি দুটো কোম্পানির ডিরেক্টর। আর সেই দুটি কোম্পানির দ্বিতীয় ডিরেক্টর হলেন বিদ্যুৎবরণ গায়েন।
advertisement
আরও পড়ুন: সিবিআই নজরে মুর্শিদাবাদের একের পর এক থানা, অনুব্রত কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
খুব স্বাভাবিকভাবেই বিদ্যুৎবরণ গায়েনকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এই বিদ্যুৎবরণ গায়েন একসময় গাড়ির খালাসি ছিলেন। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ক্রমশ ফুলেফেঁপে উঠতে থাকেন তিনি। দ্রুত তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। পাশাপাশি সুকন্যা মণ্ডলের সঙ্গেও বিদ্যুৎ গায়েনের সম্পর্ক যথেষ্ট নিবিড় ছিল বলে অনুমান করা হচ্ছে। এমনকী অনুব্রত মণ্ডলকে অনুব্রত 'বাবা' বলে ডাকতেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কোনও রেয়াত নয়, ১২ সভাপতি বদল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূল!
তাই এবার বিদ্যুৎবরণ গায়েনের দিকে নজর দিচ্ছে সিবিআই। আপাতত এই গরু পাচার মামলার রেশ ধরে আর কী কী রহস্য সামনে আসে, সেটাই এখন দেখার। অনেকেই বলছেন, অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী ছিলেন বিদ্যুৎ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বাড়ি থেকে বেশ কিছু তথ্য সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।