রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের বাহিনী। পুলিশের প্রবল বাধা মুখে পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে পারেননি সিবিআই অফিসাররা। কিন্তু এই ঘটনাকে ঘিরে তৈরি হল অভূতপূর্ব পরিস্থিতি।
ঘটনার শুরু রবিবার সন্ধে নাগাদ-
সন্ধে ৬.২০
advertisement
কমিশনারের বাড়িতে সিবিআই টিম৷
সন্ধে ৬.২৫
উপযুক্ত নথি না থাকায় ঢুকতে বাধা, দুপক্ষের ধাক্কাধাক্কি, বাদানুবাদ৷
সন্ধে ৬.৪৫
সিবিআই অফিসারদের তোলা হল পুলিশ ভ্যানে৷
সন্ধে ৬.৫৫
শেক্সপিয়ার থানায় নিয়ে আসা হল৷
সন্ধে ৭.০৫
সিজিও কমপ্লেক্স ঘেরাও পুলিশের৷
৭.১০
রাজীব কুমারের বাড়িতে মুখ্যমন্ত্রী৷
এরই মধ্যে কলকাতায় সিবিআইয়ের সব অফিসেই পৌঁছে গিয়েছে পুলিশ। শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। পুলিশ কমিশনারের বাড়িতে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে আক্রমণ করেন কেন্দ্রকে।
সিবিআই হানার প্রতিবাদে মেট্রোর সামনে ধর্ণায় বসার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি ধর্ণামঞ্চে রওনা হওয়ার পরই বাড়ি থেকে বেরোন রাজীব কুমার।
৮.১৫
বাইরে এলেন রাজীব কুমার
৮.২৫
শেক্সপীয়ার থানায় পুলিশ কমিশনার
৮.৩৫
ছাড়া হল আটক সিবিআই অফিসারদের
৮.৪৫
শেক্সপীয়ার থানা থেকে বেরলেন রাজীব কুমার
টানটান উত্তেজনা পর্বে আপাতত ইতি। সিবিআই হানার প্রতিবাদে চলছে ধর্ণা।সবমিলিয়ে সিবিআই অভিযানকে ঘিরে রাজ্যে অভূতপূর্ব পরিস্থিতি।