এ ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামেও এফআইআর করেছে সিবিআই৷ পাশাপাশি, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এসএসসি-র অজ্ঞাতপরিচয় আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধেও এফআইআর হয়েছে৷
আরও পড়ুন: তাঁর জন্যই চাকরি গেল মন্ত্রী কন্যার, জানুন ববিতার লড়াইয়ের কাহিনি, দেখুন ভিডিও
সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশেই এই এফআইআর দায়ের হয়েছে৷ সূত্রের খবর, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০ বি, ৪১৭, ৪৬৫, ৪৬৮-র মতো ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এর মধ্যে ৪৬৮টি নম্বর ধারাটি জািমন অযোগ্য৷ এ ছাড়াও দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারাতেও অভিযোগ আনা হয়েছে৷
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে জাল সুপারিশ পত্র তৈরি করে শূন্যপদ পূরণের মতো গুরুতর অভিযোগ এসেছে৷ রয়েছে ডিজিটাল সই জাল করার মতো অভিযোগও৷ বাগ কমিটির যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল, সেখানেই এই দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে এসেছিল৷ ইতিমধ্যেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ বাকি সদস্যদের একাধিক বার জেরা করেছে সিবিআই৷ এ দিনও সিবিআই দফতরে হাজির হন তাঁরা৷
Amit Sarkar