অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজি কর হত্যাকাণ্ডের কোনও সূত্র পাওয়া যেতে পারে। সেই মতোই শিয়ালদহ আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতিও দেয়। মঙ্গলবার অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু স্থগিত করে দেওয়া হয় সেই পলিগ্রাফ টেস্ট।
আরও পড়ুন: আরজি করের রেশ না মিটতেই কলকাতার রাস্তায় নার্সকে হেনস্থা! কুকীর্তির অভিযোগে ধৃত যুবক
advertisement
মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনও আইনজীবী ছিল না। সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি। পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছে, যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে। এরপরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট।
আরও পড়ুন: সন্তানজন্মের পরে পেটব্যাথা, পরীক্ষায় পাওয়া গেল চমকে ওঠার মতো জিনিস! অভিযুক্ত হাসপাতাল
আরজি কর নিয়ে এখনও উত্তাল গোটা দেশ। বুধবারই সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেছেন চিকিৎসকরা। তাই আরজি কর কাণ্ড নিয়ে চাপ বাড়ছে সিবিআইয়ের উপরেও।