প্রসঙ্গত, এই ইকনোমিক অফেন্স ব্রাঞ্চ ( EOB) শুধু আর্থিক প্রতারণার তদন্ত করত। যেখানে এখনও সারদা, রোজ ভ্যালি মামলার তদন্ত এখনও শেষ হয়নি, তার মধ্যে চিটফান্ড তদন্তে গঠিত ব্রাঞ্চ বন্ধ করায় প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল।
advertisement
সিবিআই সূত্রে খবর, সিবিআই EO4 শুধুমাত্র চিটফান্ড তদন্তর জন্য গঠিত হয়েছিল। এবার সেই EO4 কে বন্ধ করে জুড়ে দেওয়া হয়েছে সিবিআই EOB এর সঙ্গে।
EOB মূলত, প্রতারণা সংক্রান্ত মামলা দেখে। এবার থেকে eob প্রতারণার সঙ্গে সঙ্গে চিটফান্ড মামলার তদন্তও করবে। অর্থাৎ, সারদা, রোজভ্যালির মতো যাবতীয় ঘটনার তদন্ত করবে এবার ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।
আরও পড়ুন: আবারও নন্দীগ্রাম! আবারও মমতা vs শুভেন্দু, একুশের ভোট নিয়ে তেইশেও তরজা দেখল বিধানসভা
কিন্তু কেন এই সিদ্ধান্ত? সিবিআই সূত্রে খবর, বহু বছর ধরে সিবিআই ইওফোর শুধুমাত্র চিটফান্ড সারদা ও রোজ ভ্যালির মামলার তদন্ত করে আসছে। ফলে সেখানে শুধুমাত্র চিটফান্ড মামলার জন্য আলাদা করে অফিসার রাখা হয়েছে। চিটফান্ডে তাবড় মাথা গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেন সকলেই জেলবন্দি।
তবে, তদন্তের জাল অনেকটাই গুটিয়ে এসেছে বলে সিবিআই সূত্রের খবর। তাই এবার ওই চিটফান্ড মামলাগুলির জন্য আলাদা ইউনিট বা ডিপার্টমেন্ট না রেখে সেগুলো এক ছাতার তলায় আনা হল।
ARPITA HAZRA