বৃহস্পতিবার আদালতে দাউদ ইব্রাহিমের তুলনা টেনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি আর্জি জানায় সিবিআই ৷ পাল্টা রাজীব কুমারের আইনজীবীরা ফৌজদারি বিধিতে বর্ণিত রক্ষাকবচের কথা উল্লেখ করে তাতে আপত্তি জানায় ৷
দুই তরফের দলিল শুনে আলিপুর এসিজেএম সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘সারদা মামলায় রাজীব কুমার অভিযুক্ত হলে, সিবিআই তাঁকে গ্রেফতার করতেই পারে, তার জন্য এইমুহূর্তে গ্রেফতারি পরোয়ানা প্রয়োজনীয়তা নেই ৷’ ফৌজদারি মামলায় নিজেদের ক্ষমতার এক্তিয়ারে থেকেই আইপিএস রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ একই রায় শীর্ষ আদালতেরও ৷
advertisement
এতদিন শুধু রাজীব কুমারকে জেরার জন্য তলব করেছিল সিবিআই ৷ কিন্তু রাজীব কুমার বার বার এড়িয়ে যাওয়ার কারণে এখন সেই অবস্থান বদলে গিয়েছে ৷ এখন গ্রেফতারই একমাত্র রাস্তা বলে মনে করছে সিবিআই ৷ তাতে বাধা দিল না আলিপুর আদালতও ৷ তবে আগামিকাল আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার।