TRENDING:

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে CBI, রায় আদালতের

Last Updated:

কোনওরকম পরোয়ানা ছাড়াই নিজেদের ক্ষমতাবলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ বৃহস্পতিবার রায়ে জানিয়ে দিল আলিপুর আদালত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্নায়ুর লড়াইয়ে সাময়িক স্বস্তি রাজীবের, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", সিবিআই আবেদন নাকচ আলিপুর আদালতের ৷ কোনওরকম পরোয়ানা ছাড়াই নিজেদের ক্ষমতাবলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই ৷ তবে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার আর্জি নাকচ করল আলিপুর আদালত ৷ রাজীব কুমারের আবেদনও খারিজ আদালতের ৷ সরকারি পুলিশকর্মী হিসেবে আদালতের কাছে রক্ষাকবচ চায় রাজীব ৷
advertisement

বৃহস্পতিবার আদালতে দাউদ ইব্রাহিমের তুলনা টেনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি আর্জি জানায় সিবিআই ৷ পাল্টা রাজীব কুমারের আইনজীবীরা ফৌজদারি বিধিতে বর্ণিত রক্ষাকবচের কথা উল্লেখ করে তাতে আপত্তি জানায় ৷

দুই তরফের দলিল শুনে আলিপুর এসিজেএম সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘সারদা মামলায় রাজীব কুমার অভিযুক্ত হলে, সিবিআই তাঁকে গ্রেফতার করতেই পারে,  তার জন্য এইমুহূর্তে গ্রেফতারি পরোয়ানা প্রয়োজনীয়তা নেই ৷’ ফৌজদারি মামলায় নিজেদের ক্ষমতার এক্তিয়ারে থেকেই আইপিএস রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ একই রায় শীর্ষ আদালতেরও ৷

advertisement

এতদিন শুধু রাজীব কুমারকে জেরার জন্য তলব করেছিল সিবিআই ৷ কিন্তু রাজীব কুমার বার বার এড়িয়ে যাওয়ার কারণে এখন সেই অবস্থান বদলে গিয়েছে ৷ এখন গ্রেফতারই একমাত্র রাস্তা বলে মনে করছে সিবিআই ৷ তাতে বাধা দিল না আলিপুর আদালতও ৷ তবে আগামিকাল আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানায় "না", রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে CBI, রায় আদালতের