TRENDING:

রাজীব কুমারের হলফনামার জবাবে সুপ্রিম কোর্টে সময় চাইল সিবিআই

Last Updated:

মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজীবকুমারের হলফনামার জবাব দিতে সোমবার সুপ্রিম কোর্টে সময় চাইল সিবিআই ৷ আবেদনের ভিত্তিতে সিবিআইকে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল ৷
advertisement

গত ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে গ্রেফতারির বিরুদ্ধে সওয়াল করেন রাজীব কুমার ৷ গত ৩ ফেব্রয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলঙে সিবিআই-এর মুখোমুখি হন রাজীব। তারপরই রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সিবিআই। সেই প্রেক্ষিতেই শনিবারই হলফনামা জমা দেন রাজীব কুমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হলফনামায় দাবি, শিলঙে তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন ৷ নিজেই সেই জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও করতে বলেন তিনি। সেক্ষেত্রে গ্রেফতারির কোনও প্রয়োজন নেই বলেই তাঁর মন্তব্য। হলফনামায় সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেন রাজীব।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজীব কুমারের হলফনামার জবাবে সুপ্রিম কোর্টে সময় চাইল সিবিআই