TRENDING:

Anubrata Mondal: পাশে নেত্রী, জানতে পেরেই আত্মবিশ্বাসী অনুব্রত, জেরায় মুখে কুলুপ! দাবি সিবিআই সূত্রের

Last Updated:

রবিবার বেহালার একটি সভা থেকে অনুূ্ব্রতর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতকে কেন গ্রেফতার করা হয়েছে, সেই প্রশ্ন তুলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশেই রয়েছেন৷ এই বার্তা পাওয়ার পরেই মানসিক ভাবে বেশ কিছুটা চাঙ্গা হয়েছেন অনুব্রত৷ আর মুখ্যমন্ত্রী পাশে থাকার আত্মবিশ্বাসে জিজ্ঞাসাবাদের সময় অনুব্রত মণ্ডল আরওই অসহযোগিতা করছেন বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর৷
''বুঝুক অনুব্রত মণ্ডল!''
''বুঝুক অনুব্রত মণ্ডল!''
advertisement

রবিবার বেহালার একটি সভা থেকে অনুূ্ব্রতর পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতকে কেন গ্রেফতার করা হয়েছে, সেই প্রশ্ন তুলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷ অনুব্রতর জন্য সহানুভূতি ধরা পড়ে মুখ্যমন্ত্রীর গলায়৷

মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই অনুব্রত তাঁর আইনজীবীকে জানিয়েছিলেন, তিনি অনেকটা আত্মবিশ্বাসী বোধ করছেন৷ দলনেত্রী যে তাঁর পাশে থাকবেন, একথা তিনি জানতেন বলেও দাবি করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ অনুব্রতর আইনজীবীই সংবাদমাধ্যমকে এ কথা জানান৷

advertisement

আরও পড়ুন: খেলা হবে দিবসের শুভেচ্ছা মমতার! 'সবে তো দু গোল হয়েছে', কটাক্ষ দিলীপের

সিবিআই সূত্রে দাবি, খোদ মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন জেনেই মুষড়ে পড়া অনুব্রত অনেকটা চাঙ্গা হয়ে উঠেছেন৷ সিবিআই-এর অভিযোগ, এমনিতেই গ্রেফতারের পর প্রথম থেকেই সেভাবে তদন্তকারীদের সহযোগিতা করছিলেন না তৃণমূল নেতা৷ কিন্তু রবিবারের পর সেই অসহযোগিতা আরও বেড়েছে৷ জিজ্ঞাসাবাদের সময় এক রকম মুখে কুলুপ এঁটেছেন অনুব্রত৷

advertisement

আরও পড়ুন: 'দলের কেউ খোঁজ নিচ্ছে?' আইনজীবীকে প্রশ্ন পার্থর, উত্তর শুনে হতাশ

সিবিআই সূত্রে আরও দাবি করা হচ্ছে, এনামুল হকের মতো গরু পাচারকারীদের সঙ্গে অনুব্রতর সরাসরি যোগের তথ্যপ্রমাণ তাঁদের হাতে এসেছে৷ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের আয় বহির্ভূত বিপুল সম্পত্তির তালিকাও তাঁদের হাতে রয়েছে৷ অনুব্রত এবং তাঁর মেয়ে ও আত্মীয়, এমন কি, বাড়ির কর্মচারী, গাড়ির চালকদের নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে৷ কিন্তু তথ্য প্রমাণ নিয়েও অনুব্রতকে প্রশ্ন করলে তিনি কোনও জবাব দিচ্ছে না বলে দাবি সিবিআই-এর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আগামী ২০ অগাস্ট পর্যন্ত অনুব্রতর সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে সিবিআই কর্তাদের হাতে সময়ও খুব বেশি নেই৷ এ দিনই অনুব্রতকে ফের েমডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ ফিরে আসার পর আবারও জেরা করা হবে অনুব্রতকে৷ কিন্তু কেষ্ট মুখ খুলবেন, এমন আশা করছেন না সিবিআই কর্তারা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: পাশে নেত্রী, জানতে পেরেই আত্মবিশ্বাসী অনুব্রত, জেরায় মুখে কুলুপ! দাবি সিবিআই সূত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল