এ দিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নিয়োগ দুর্নীতির গোটা পরিকল্পনাই ছিল পার্থর৷ সিবিআই-এর আইনজীবী দাবি করেন, কাকে নিয়োগ করা হবে,কাকে বাদ দিতে হবে, সেসবই নিজে ঠিক করতেন পার্থ৷
আরও পড়ুন: ‘আমি অল আউট খেলব’! একুশের মতোই খেলার হুঁশিয়ারি, জোটকেও বার্তা মমতার?
advertisement
এমন কি, যে আধিকারিকরা তাঁর কথা মতো এই দুর্নীতিতে সায় দিতেন না, তাঁদেরকেও তিনি পদ থেকে সরিয়ে দিতেন বলেও আদালতে এ দিন দাবি করেছে সিবিআই৷ নাকতলার বাড়িতে বৈঠক করে এক আধিকারিককে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য করেছিলেন বলেও দাবি করেছে সিবিআই৷
সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, পরিকল্পনা তাঁর হলেও তিনি যাতে সামনে না আসেন, এই বিষয়ে সজাগ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছেন তাতে সমাজ কোন দিকে এগোবে ভবিষ্যতে তার ঠিক নেই৷
এ দিনও অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিচারপ্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না বলে দাবি করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য সওয়াল করেন তাঁর আইনজীবী৷ শেষ পর্যন্ত অবশ্য দু পক্ষের সওয়াল শুনে ফের একবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷