শীতকালে কুয়াশা বা প্রবল বৃষ্টির সময় দমদম বিমানবন্দরের রানওয়েতে বিমান নামার সমস্যা দীর্ঘদিনের। এবার শীতের আগেই রানওয়েতে কুয়াশা সমস্যা মেটাতে উদ্যোগী বিমানবন্দর কর্তৃপক্ষ।
- কলকাতা বিমানবন্দরে ২টি রানওয়ে
- বিরাটি এবং রাজারহাট দুই দিক দিয়েই বিমান ওঠানামা করে
- প্রধান রানওয়ের দক্ষিণপ্রান্তে ILS ক্যাট ওয়ান যন্ত্র রয়েছে
advertisement
- এই যন্ত্রে বিমান নামার জন্য দৃশ্যমান্যতা ৫৫০ মিটার প্রয়োজন
- রানওয়ের উত্তর দিক অর্থাৎ বিরাটির দিকে বিমান নামানোর জন্য দৃশ্যমানতা ৩৫০ মিটার প্রয়োজন
- এখানে ILS ক্যাট টু বসানো আছে
প্রচন্ড বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়াশার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান্যতা ১০০ মিটার বা কখনও তার কম হয়ে যায়। দক্ষ বিমানচালকরা এই অবস্থায় বিমান নামাতে পারলেও, বহু ক্ষেত্রে অনেক বিমানই অন্যত্র চলে যায়। এর ফলে,
- কলকাতা বিমানবন্দর পার্কিং ফি পায় না
- সঙ্গে যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়
এই পরিস্থিতি মোকাবিলায় কলকাতা বিমানবন্দরে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির ILS ক্যাট থ্রি’বি বসান হল। ফলে দৃশ্যমান্যতা পঞ্চাশ মিটারে নেমে গেলেও বিমান নামার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। এই প্রযুক্তির জন্য বিমানে বিশেষ যন্ত্র বসাতে হয়।
ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বিমান সংস্থাগুলিকে বলা হয়েছে
ডিসেম্বর থেকেই কলকাতা বিমাবন্দরে বিমান ওঠা-নামার সংখ্যা বাড়ানো হচ্ছে। ফলে ILS ক্যাট থ্রি’বি চলে আসার ফলে বানিজ্যিক ভাবে কলকাতা বিমানবন্দর যেমন উপকৃত হবে, তেমনি সুবিধা হবে যাত্রীদেরও।