TRENDING:

'আমরা আমাদের অধিকারে নাগরিক, কারও দয়ায় নয়...' সাংসদদের সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদে হুঙ্কার মমতার

Last Updated:

বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালে তাঁদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সকালে তাঁদের চ্যাংদোলা করে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গোটা বিষয়টা লজ্জাজনক। কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সম্মানটা পারস্পরিক হওয়া উচিত। আমরা আমাদের অধিকারে নাগরিক, কারও দয়ায় নয়। কোনও স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন না। বিজেপি নেতারা যখন প্রতিবাদ করেন, তাঁরা আশা করে তাঁদের জন্য লাল কার্পেট পাতা থাকবে, বিশেষ ব্যবস্থা থাকবে। আর বিরোধীরা প্রতিবাদ করলে তাঁদেরকে টেনে- হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।’
News18
News18
advertisement

advertisement

রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। তল্লাশি অভিযান চালানো হয় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। ইডির তল্লাশির মধ্যেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা। সেখান থেকে বেরিয়ে সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। হাতে ফাইল এবং ল্যাপটপ নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়। মুখ‍্যমন্ত্রী তাঁর দলীয় নথি/ডেটা চুরির অভিযোগ এনেছেন। সেই অভিযোগ জমা পড়েছে থানায়। তার ভিত্তিতে আইটি অ‍্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার তদন্তের দায়িত্বে থানার অতিরিক্ত ওসি। কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক বছরের মধ্যেই ভেঙে চৌচির ঢালাই রাস্তা! পরিদর্শন হয়েছে বহুবার কিন্তু সংস্কারের বালাই নেই
আরও দেখুন

গতকাল প্রতীক জৈনের বাড়িতে কলকাতা পুলিশ গেলে তাদের সঙ্গে বচসা বাধে ইডি অফিসার ও সিআরপিএফের। পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের। তাই স্বতঃপ্রণোদিত মামলা। দুটো এফআইআর আননোন ইডি অফিসিয়াল ও সিআরপিএফের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি ইডিকে জরুরী মামলার অনুমতি দিয়েছে। প্রসঙ্গত, আইপ্যাক মামলার শুনানি মুলতুবি করে দিলেন বিচারপতি ঘোষ। ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতুবি করা হয়েছে। মামলার সঙ্গে যুক্ত তৃণমূলের আইনজীবীরাও এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, ঘটনার প্রতিবাদ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন X হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘ গণতন্ত্র শাস্তির মুখে। পুরস্কৃত অপরাধীরা। নির্বাচনে কারসাজি। ধর্ষকদের জামিন দেওয়া হয়। আর প্রতিবাদীদের পাঠানো হয় জেলে। এটাই বিজেপির নতুন ইন্ডিয়া।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমরা আমাদের অধিকারে নাগরিক, কারও দয়ায় নয়...' সাংসদদের সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদে হুঙ্কার মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল