প্রসঙ্গত আজই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল৷ যদিও সেই যাত্রা স্থগিত হয়েছে৷ এ দিন সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দিল্লি না গেলেও আগামিকাল যেতে পারি, পরশুও দিল্লি যেতে পারি৷ দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটিকে প্রণাম করে গেলাম৷’
প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় হয়রানি নিয়ে অভিযোগ জানাতে কমিশনের থেকে সময় চেয়েছিলেন তৃণমূলনেত্রী৷ এর আগে দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কমিশনের সদর দফতরে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একাধিক দাবি জানিয়ে এসেছিলেন৷
advertisement
এ দিনও সিঙ্গুরের সভা থেকে এসআইআর-এর হয়রানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।’
এসআইআর-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন ফের অভিযোগ করে মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর।
