পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন৷ এদের মধ্যে চার জন পুরুষ এবং একজন মহিলা৷ দুর্ঘটনাস্থলেই গাড়ির চালকের আসনে থাকা ব্যক্তির মৃত্যু হয়৷ বাকি চারজন আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ৷ মৃত এবং আহত প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৭-এর মধ্যে৷
আরও পড়ুন: লুডো খেলতে গিয়ে প্রেম, প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্স! সব হারিয়ে শ্রীঘরে মহিষাদলের যুবক
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক৷ গাড়ির আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ রাত একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে উড়ালপুলের ডিভাইডারের উপরে থাকা ল্যাম্পপোস্টে ধাক্কা মারে৷
দুর্ঘটনার জেরে গাড়ির সামনের দিকের অংশ বিশ্রী ভাবে দুমড়ে মুচড়ে যায়৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে চালকের আসনে থাকা ব্যক্তিকে প্রথমে উদ্ধার করতেই বেগ পায় পুলিশ৷ খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার এনে চালকের আসনের পাশের দরজা কেটে চালকের দেহ উদ্ধার করে পুলিশ৷ দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ মৃত এবং আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷