সিএবি বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে হঠাৎ করেই অচলাবস্থা। অজয় ঘোষ মেমোরিয়ালের ফাইনালে উঠেও ওয়াকওভার দেওয়া নিয়ে দোটানায় কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে ময়দানে চলবে প্রথম ডিভিশন ক্লাব ক্রিকেট লিগের ম্যাচ। কলকাতা বিশ্ববিদ্যালয় দলের অনেক ক্রিকেটারই বিভিন্ন ক্লাবে খেলেন। তাই ফাইনালে দল নামাতে গিয়েই এখন হিমশিম খাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
advertisement
ক্রিকেট দলের দায়িত্বপ্রাপ্ত মাধব মিলন ঘোষ জানিয়েছেন, ফাইনালের দিন বদলের জন্য আগেই তাঁরা চিঠি দিয়েছেন সিএবি-কে। কিন্তু অনুরোধ সত্ত্বেও দিন বদলায়নি সিএবি। তাদের পাল্টা যুক্তি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলায় আগেই অনেক পিছিয়েছে টুর্নামেন্টের সূচি। তাই ফাইনালের দিন পাল্টানো সম্ভব নয়। জটিল এই পরিস্থিতিতে ক্রিকেটারদের ছাড়ার জন্য বিভিন্ন ক্লাবকে অনুরোধ জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার জোড়াতালি দিয়ে দল নামাতে চেষ্টা চলছে শেষ মুহূর্তে।
এদিকে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ওয়ান-ডে এবং টি২০ টুর্নামেন্ট। পাল্লা দিয়ে চলবে ক্লাব ক্রিকেট। তাই সূচি জটে আপাতত কালঘাম ছুটছে সিএবি-র টুর্নামেন্ট কমিটির।
