৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। মে, ২০৬২ সালের আগে সাজা কমানোর কোনও আবেদন করা যাবে না।
যা রাজ্যে সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। রায় ঘোষণা বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের।
advertisement
২ মে ২০২২, সন্ধে ৬:৩৫ বহরমপুর গোরাবাজরে মেসে ফিরছিল সুতপা চৌধুরী। সেই সময় তাকে ৪২ কোপে খুন করে সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী প্রেমে ব্যর্থ হয়ে এই কাজ করে বলে সে জানায়।
সুশান্ত চৌধুরীর বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেলা বাইরে বহরমপুরে পড়তে আসে সুতপা। সেখানেই তাকে খুন হতে হয। ২০২৩, অগাস্ট মাসে মৃত্যদণ্ড হয় বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্ট ৩ নম্বরে।
সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সুশান্ত। অন্যদিকে মৃত্যদণ্ড সুনিশ্চিত করতে চেয়ে ডেথ রেফারেন্স মামলা করে রাজ্য।
সুশান্ত চৌধুরী’র আইনজীবী আদালত লিগ্যাল সার্ভিস অথরিটি মাধ্যমে ঠিক করে দেয়। আইনজীবী কল্লোল মণ্ডল ডিভিশন বেঞ্চের রায় সম্পর্কে জানান, মৃত্যুদণ্ড রদ করে দিয়েছে কোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে৷ ৫০০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর জেল।