TRENDING:

কবের মধ্যে চাকরি প্রিয়ঙ্কা সাউ-এর? এবার এসএসসি-কে দিন বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated:

বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে প্রিয়ঙ্কাকে। তিনটি স্কুলের বিকল্প থেকে তাঁকে পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা; পুজোর পরেই চাকরির সুপারিশপত্র দিতে হবে এসএসসি চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে, আগামী ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে করতে হবে কাউন্সেলিং, ২৮ অক্টোবরের মধ্যে দিতে হবে নিয়োগপত্র, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানান, বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে প্রিয়ঙ্কাকে। তিনটি স্কুলের বিকল্প থেকে তাঁকে পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।
advertisement

অভিযোগ, যোগ্য ও নম্বর বেশি থাকা সত্ত্বেও চাকরি পাননি প্রিয়ঙ্কা! যদিও এসএসসির তরফে বলা হয় যে, তাঁকে মহিলা বিভাগে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। সেই পর্বে বাদ যান প্রিয়ঙ্কা। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই প্রিয়ঙ্কাকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই নিয়োগের দিনও বেঁধে দিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
চলছে মাস্টার্স কোর্স, কিন্তু ভবন নেই এখনও! পড়ুয়াদের দাবি স্থায়ী ক্যাম্পাস
আরও দেখুন

আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রিয়াঙ্কাকে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করুক এসএসসি। আদালতের নির্দেশে প্রিয়ঙ্কা এবং তাঁর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দফতরে যান। বুধবার আদালতে এই বিষয়ে তাদের বক্তব্য জানায় এসএসসি। পরবর্তী শুনানি হয় আজ। রায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কমিশনকে নির্দেশ দেন, ২৮ অক্টোবরের মধ্যে দিতে হবে নিয়োগপত্র দিতে হবে প্রিয়ঙ্কাকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কবের মধ্যে চাকরি প্রিয়ঙ্কা সাউ-এর? এবার এসএসসি-কে দিন বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল