প্রধান বিচারপতি অনুমতি সাপেক্ষে আজ রবিবার বসেছে কোর্ট। বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে ইডি আবেদনের শুনানি চলছে। কিছুদিন আগেই কয়েক কোটি টাকা-সহ গ্রেফতার হয় ব্যবসায়ী রমেন আগরওয়াল। উল্টোডাঙা-সহ আরও কয়েক জায়গায় ইডি তল্লাশি ও কোটি টাকা উদ্ধারের পর গ্রেফতার হয় ওই ব্যবসায়ী।
আরও পড়ুন: 'গভীর চক্রান্ত করছে বিজেপি...'! পঞ্চায়েত ভোটের আগে 'বিস্ফোরক' অভিযোগ তৃণমূলের!
advertisement
দিনতিনেক আগেই গ্রেফতার করা হয় গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের ‘ঘনিষ্ঠ’ রুমেন আগরওয়ালকে। বৃহস্পতিবার দিনভর জেরার পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাঁর উল্টোডাঙার বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।
আরও পড়ুন: প্রেম জোয়ারে তো ভেসেছেন! মানুষ কেন প্রেমে পড়ে জানেন? যা বলছেন বিজ্ঞানীরা
এর আগে গত সেপ্টেম্বরে আমিরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমিরের বাড়ির খাটের তলা থেকে ১৭ কোটি টাকা উদ্ধার হয়। পরে তাঁকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরেই বুধবার ‘আমির-ঘনিষ্ঠ’ কয়েক জন ব্যবসায়ীর যাদবপুর, পার্ক স্ট্রিট ও উল্টোডাঙার ডেরায় তল্লাশি অভিযান চালায় ইডি। ই-নাগেটস মোবাইল গেম আপ ইডি মামলাতে গ্রেফতার করা হয় রুমেন আগরওয়ালকে।
অর্ণব হাজরা