TRENDING:

দুর্যোগ, দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় ৮ মৃত্যু...! রাজ্য, পুরসভা CESC-র রিপোর্ট তলব হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: সোমবার রাতের প্রবল বৃষ্টিতে কলকাতায় দুর্যোগে চরম ক্ষতি হয়েছে একাধিক জায়গায়। মৃত্যু হয়েছে মোট আট জনের। এই ঘটনায় স্বত:প্রণোদিত মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। স্বত:প্রণোদিত এই মামলার শুনানিতে আজ হস্তক্ষেপ করল হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার রাতের প্রবল বৃষ্টিতে কলকাতায় দুর্যোগে চরম ক্ষতি হয়েছে একাধিক জায়গায়। মৃত্যু হয়েছে মোট আট জনের। এই ঘটনায় স্বত:প্রণোদিত মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। স্বত:প্রণোদিত এই মামলার শুনানিতে আজ হস্তক্ষেপ করল হাইকোর্ট।
রাজ্য, পুরসভা CESC-র রিপোর্ট তলব হাইকোর্টের
রাজ্য, পুরসভা CESC-র রিপোর্ট তলব হাইকোর্টের
advertisement

এই বিষয়ে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রিপোর্ট চাইল রাজ্য, পুরসভা ও CESC -র কাছে। ক্ষতিপূরণ ও ক্যানেল সংস্কার বিষয়ে আদালতকে জানাবে রাজ্য।

আরও পড়ুন: চুম্বকের মতো টেনে আনে ‘সাপ’…! এই চার ‘গন্ধ’ বিষধরের জন্য ‘অমৃত’ সমান, এখনই দূর করুন!

বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বিদ্যুৎপৃষ্টের ঘটনা নিয়ে ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট দিতে হবে।

advertisement

আরও পড়ুন: ‘দেখি আপনার টিকিটটা…?’ এগিয়ে এসে মেয়েটির টিকিট ‘চেক’ করলেন TTE, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল যুবতীর!

অন্যদিকে নিকাশি ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা পুরসভাকে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে অবস্থান জানাবে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

advertisement

আরও পড়ুন: কোন দেশে ভারতীয় ‘১টাকা’ ৫০০ টাকার সমান হয় জানেন…? ‘নাম’ শুনলেই চমকাবেন, শিওর!

প্রসঙ্গত, ভোর রাতের ভয়ঙ্কর বৃষ্টি ও দিনভরের দুর্যোগের জেরে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন হয়ে পরে। আর জলমগ্ন রাস্তায় কাজে বেরিয়ে একের পর এক মর্মান্তিক দুঃসংবাদ আসে৷ সোমবার রাতের বৃষ্টির পরে সারা দিনে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: উচ্চতা অনুযায়ী ‘ওজন’ কত হলে ‘পারফেক্ট’…? ৪ থেকে ৬ ফুট হাইটে আপনার ‘Weight’ কত হওয়া উচিত জানেন? রইল সোজা হিসাব!

এরপরেই বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে দু-লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। হোম গার্ডের চাকরিও দেওয়া হবে। সিইএসসিকেও বলেছি ক্ষতিপূরণ দিতে।”

advertisement

এদিকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই এবার রাজ্য, সিইএসসিকে বিস্তারিত রিপোর্ট দিতে বলল আদালত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্যোগ, দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় ৮ মৃত্যু...! রাজ্য, পুরসভা CESC-র রিপোর্ট তলব হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল