আবেদনে জানানো হয়েছে, ২০১৭ ও ২০২২ টেট প্রশ্নভুল মামলার নিষ্পত্তি এখনও হয়নি৷ বৃহস্পতিবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি ওম নারায়ণ রাই। মামলা দায়ের করেছেন প্রায় ৩০০ পরীক্ষার্থী। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
advertisement
রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহে তার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান টেট অনুত্তীর্ণদের একাংশ। তাঁরা ২০১৭ এবং ২০২২ সালের টেটে পাশ করতে পারেননি। ওই চাকরিপ্রার্থীদের বক্তব্য, ওই দু’টি টেটে প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ২০টি প্রশ্নে নম্বর পেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। প্রশ্নভুলের অভিযোগ নিয়ে আদালতে মামলাও দায়ের হয়েছে।
আরও পড়ুন: কাশির সিরাপ খেয়ে ২০ শিশুর মৃত্যু! তামিলনাড়ুতে ঢুকে আসল কালপ্রিট ধরল মধ্যপ্রদেশ পুলিশ
তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ভুলের প্রশ্ন দরুন নম্বর পেলে অনেকেই আবার পাশ করবেন। ফলে প্রশ্ন ভুল রয়েছে কি না সেই সিদ্ধান্ত আসার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? এর ফলে কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন না।