ভারতের জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক খুব একটা ভালো নয়। মাঝে মধ্যেই শামির বিরুদ্ধে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে থাকেন হাসিন। পাল্টা হাসিনকে নিশানা করেন শামি অনুরাগীরা। কয়েকদিন আগে সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন মহম্মদ শামি।
আরও পড়ুন, নজরে মেঘালয়, শুক্রবারেই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
advertisement
সেই সাক্ষাৎকার প্রকাশের পরে শামিকে পাল্টা নিশানা করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। অভিযোগ, এরপর থেকেই হাসিনকে উদ্দেশ্য করে অশ্লীল পোস্ট করা শুরু হয়। হাসিনকে নিয়ে পোস্টের সময়ে বিভিন্ন অশালীন এবং কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করা হয়। এমনকী, কোনও কোনও পোস্টে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
বিষয়টি নিয়ে এদিন হাসিন জাহানের আইনজীবী বলেন, আদালত এদিন পুলিশকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে। প্রথমত, সমস্ত অশ্লীল পোস্ট মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। পুরো বিষয়টিতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত।