সম্পূর্ণ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ ৷ শূন্যপদ ২৪,৫৬৪টি ৷আর পাঁচ দিনের মধ্যে এতজন নিয়োগ প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে ৷ এসএসসি রুল মেনে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷ সেই অনুযায়ী ২৪,৫৬৪ জন নিয়োগ প্রার্থীদের নাম, টেটের নম্বর উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে ৷
২০১৫ সালের অগাস্ট মাসে পরীক্ষার পর ১৬ সালে বেরোয় আপার প্রাইমারির রেজাল্ট । এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যারা পাশ করেন তাঁদের মধ্যে ১ লাখ ২০ হাজার জন প্রশিক্ষিত এবং এক লাখের বেশি ছিলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের । ২০১৬ সালের ২০সেপ্টেম্বর নিয়োগে স্বচ্ছতা রাখতে এসএসসি রুল জারি হয় ৷ কিন্তু তারপরও আদালতে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা দায়ের ৷ কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ৷ এসএসসিকে স্বচ্ছতা প্রমাণে সুযোগ দিতে চায় আদালত ৷
advertisement