TRENDING:

দুর্গাপুজো,কালীপুজোর মতোই বর্ষবরণের উৎসবেও রাশ টানল হাইকোর্ট

Last Updated:

বর্ষবিদায়েও মানতে হবে কোভিডবিধি ৷ স্বাস্থ্য-বিধি মেনেই করতে হবে বর্ষবরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছর শেষেও করোনার রক্তচক্ষু ৷ তাই সংক্রমণ রুখতে ফের কড়া আদালত ৷ দুর্গাপুজো,কালীপুজোর মতোই বর্ষবরণের উৎসবেই স্বাস্থ্যবিধির বিধিনিষেধ আরোপ করল কলকাতা হাইকোর্ট ৷ বর্ষবিদায়েও মানতে হবে কোভিডবিধি ৷ পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ভিড় রুখতে রাজ্য প্রশাসন ও পুলিশকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের ৷ স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিবকে ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ এর আগে মুম্বই, রাজস্থানেও নতুন বছরের সেলিব্রেশনে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন ৷
advertisement

সম্প্রতি ক্রিসমাস সেলিব্রেশনে দূরত্ববিধির তোয়াক্কা না করে শীতের আদুরে হাওয়া গায়ে মেখে পিকনিক-আউটিংয়ে মেতে উঠেছিলেন কলকাতা সহ জেলার বাসিন্দারা ৷ এই ছবিতেই উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা ৷ তাই বর্ষবরণের উৎসবে ফের একই ছবি দেখা যেতে পারে এই আশঙ্কা থেকেই ফের দুর্গাপুজো ও কালীপুজোর মতোই স্বাস্থ্যবিধি আরোপ করল কলকাতা হাইকোর্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আদালতে এদিন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দ ডিভিশন বেঞ্চ জানায়, পার্ক স্ট্রিট সহ রাজ্যের অন্যান্য উৎসবের স্থানগুলোতে যেন অতিরিক্ত ভিড় না হয় তার জন্য পদক্ষেপ করতে হবে রাজ্য প্রশাসন এবং পুলিশকে।  স্বাস্থ্য-বিধি মেনে  করতে হবে বর্ষবরণ। মাস্ক এবং স্যানিটাইজার যাতে সবাই ব্যবহার করেন সেটা নজর রাখতে হবে। চেকপোস্ট বসিয়ে নজরদারির ব্যবস্থা করতে হবে ।  দূরত্ববিধি যেন কোনও ভাবেই লঙ্ঘিত না হয় তা খেয়াল রাখারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷ এছাড়াও কালীপুজো সহ অন্যান্য পুজোর ক্ষেত্রে যে গাইডলাইন আদালত বেঁধে দিয়েছিল সেই অনুযায়ী উৎসব পালন করতে হবে বলে জানানো হয়েছে ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজো,কালীপুজোর মতোই বর্ষবরণের উৎসবেও রাশ টানল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল