মেনকার আইনজীবী এদিন বলেন, ''আদালত রক্ষাকবচ দিয়েছে। কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ দিয়েছে। তারপরও বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বিদেশ যেতে দেওয়া হয়নি। তলব করলেও যাওয়া হচ্ছে। তার পরও কেন বাধা?''
আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিরাট স্বস্তি অনুব্রত মণ্ডলের! 'অনুদান' মামলায় হস্তক্ষেপ নয় আদালতের
বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তা শুনে বলেন, ''এটা কীভাবে আদালত অবমাননা হতে পারে? সেই ব্যাখ্যা দিন।'' মেনকার আইনজীবী বলেন, ''কড়া পদক্ষেপ নয় মানে কিন্তু আটক করেও রাখা যাবে না। তদন্তে সাহায্য করতে প্রস্তুত আমার মক্কেল।''
advertisement
আরও পড়ুন: এবার নন্দীগ্রামে উদ্ধার টাকা, দিন মজুরের বাড়িতে ২ লক্ষ! তদন্তে পুলিশ
ইডি-র আইনজীবী এমভি রাজু বলেন, ''ইডি ২৫ মার্চ লুক আউট সার্কুলার জারি করে। আদালত ৩০ অগাস্ট নির্দেশ দেয়। তার পর আমরা কোনও কড়া পদক্ষেপ নিইনি। তা ছাড়া কড়া পদক্ষেপ নয় মানে আমরা বুঝি গ্রেফতার করা যাবে না। ইডি আটকায়নি, অভিবাসন দফতর (ব্যুরো অফ ইমিগ্রেশন) বিমানবন্দরে আটকে দেয়। তাদেরকে এই মামলায় যুক্ত করা হয়নি।''
মেনকা গম্ভীরের আইনজীবী বলেন, ''২০০৭ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কড়া পদক্ষেপ নয় মানে, গ্রেফতার করা যাবে না। মেনকার আইনজীবী বলেন, ''এই মামলায় অভিযুক্ত নন। তার পরও কীভাবে লুক আউট নোটিস? ১০ সেপ্টেম্বর তলব করা হয়। অথচ ওই দিন যাওয়ার আগে ইডিকে জানানো হয়েছিল।''