TRENDING:

Calcutta High Court: 'সবাইকে হেফাজতে নেওয়া উচিত', বিচারপতির প্রবল তাচ্ছিল্য! হাইকোর্টে শোরগোল

Last Updated:

Calcutta High Court: অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে, মন্তব্য বিচারপতির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। তাচ্ছিল্য করে এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এই তো রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা! মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের।
প্রবল ক্ষুব্ধ হাইকোর্ট
প্রবল ক্ষুব্ধ হাইকোর্ট
advertisement

ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হল, তারপর ফের তাকে নীচে এসে ফের পেটানো হল। এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না! বিস্ময় প্রকাশ বিচারপতির। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির।

advertisement

আরও পড়ুন: লোকসভা ভোটের অনেক আগে কার্যকর হবে সিএএ, কেন্দ্রও তৈরি, খবর পিটিআই সূত্রে

অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে, মন্তব্য বিচারপতির। CBI তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এমনও মন্তব্য করেন বিচারপতি। কোন সাফাই দেবেন না। আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।

advertisement

আরও পড়ুন: এক বছরে মদ থেকে রাজ্যের আয় ২২ হাজার কোটি ছাড়াবে? অঙ্ক চমকে দেবে

গত বছরের জুন মাসের বাড়ি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে খুন হন টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদব। ভাড়াটে সহ অন্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে পিটিয়ে মারার অভিযোগ। অভিযোগ, পুলিশ সরাসরি খুনের ধারা যুক্ত না করে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জামিন চাইতে আদালতে আসে এক অভিযুক্ত।

advertisement

রাজ্যের দাবি, তারা খুনের ধারা যুক্ত করার আবেদন নিম্ন আদালতে জানাতে চলেছেন। গতকালই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাক। সেই মোতাবেক আজ হাজির ছিলেন দুই পুলিশ আধিকারিক। অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি পিছোল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: 'সবাইকে হেফাজতে নেওয়া উচিত', বিচারপতির প্রবল তাচ্ছিল্য! হাইকোর্টে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল