সেই সময় ৬ প্রশ্ন ভুলের মামলা করেন সোহম রায় চৌধুরী সহ অনেকেই। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সোহম দের মত প্রশিক্ষণপ্রাপ্ত দের ৬ প্রশ্ন ভুলে নম্বর পাওয়ার বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিবেচনার ওপর ছাড়ে। পর্ষদ ডিসেম্বর ২০২১-এ জানায় সোহম রায় চৌধুরী সহ ২৩ জন টেট উত্তীর্ণ। এখন নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে বলে পর্ষদ এড়াতে পারবে না।" সোহমের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, আদালতের পর্যবেক্ষণ পর্ষদ ভুল করে থাকলে তাদেরই তা শোধরাতে হবে। ২৩ দিনের মধ্যে ২৩ টেট উত্তীর্ণ কে চাকরি দিতে নির্দেশ।
advertisement
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
৬ প্রশ্ন 'ভুল' আদালতের নির্দেশে টেট উত্তীর্ণ হয় সোহম রায়চৌধুরী সহ ২৩ জন। ডিসেম্বর ২০২১, প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় ৬ প্রশ্ন ভুলের নম্বর জুড়ে ২৩ জনই টেট উত্তীর্ণ। অথচ টেট উত্তীর্ণ হয়েও কোনও নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ আদালতে বোর্ড জানায়, ২০১৬ ও ২০২০ নিয়োগ সম্পূর্ণ। এখন নিয়োগ করার পরিস্থিতি নেই।
আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 'পর্ষদের ভুল তাদেরই শোধরাতে হবে। রাজ্যের শিক্ষা দপ্তর শূন্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই তৈরির শূন্যপদের প্রেক্ষিতে ২৩ জনকে ২৮ সেপ্টেম্বর মধ্যে চাকরি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।'সোহমে'র আর এক আইনজীবী আলি এহসান আলমগীর জানান, ৬ প্রশ্ন ভুলে অনেকেই রয়েছেন। আদালতের নির্দেশে অনেকের চাকরি পাওয়ার আশা উজ্জ্বল হলো।