TRENDING:

৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Primary Tet: ২৩ দিনে ২৩ প্রাথমিক চাকরির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষক দিবসে, ২৩ দিনে ২৩ চাকরির নির্দেশ।  প্রাথমিকে চাকরির আশার আলো। ৬ প্রশ্ন ভুলে ২০১৪ সালে টেট উত্তীর্ণ হলেই মিলতে পারে চাকরি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে প্রাথমিক নিয়োগে আশার আলো। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ রাখেন,  "টেট ২০১৪ থেকে অনেক প্রশিক্ষণহীন চাকরি পেয়েছেন। শুধু ৬ বা তার থেকেও কম নম্বরের কারণে অনেকে টেট ২০১৪ উত্তীর্ণ হতে পারেন নি৷ ৩ অক্টোবর ২০১৮ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশে ৬ প্রশ্ন ভুল মামলায় নতুন করে টেট উত্তীর্ণ হন প্রতিভা মণ্ডল সহ কয়েক শত পরীক্ষার্থী।
বিচারপতির বড় নির্দেশ
বিচারপতির বড় নির্দেশ
advertisement

সেই সময় ৬ প্রশ্ন ভুলের মামলা করেন সোহম রায় চৌধুরী সহ অনেকেই। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সোহম দের মত প্রশিক্ষণপ্রাপ্ত দের ৬ প্রশ্ন ভুলে নম্বর পাওয়ার বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিবেচনার ওপর ছাড়ে। পর্ষদ ডিসেম্বর ২০২১-এ জানায় সোহম রায় চৌধুরী সহ ২৩ জন টেট উত্তীর্ণ। এখন নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে বলে পর্ষদ এড়াতে পারবে না।" সোহমের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, আদালতের পর্যবেক্ষণ পর্ষদ ভুল করে থাকলে তাদেরই তা শোধরাতে হবে। ২৩ দিনের মধ্যে ২৩ টেট উত্তীর্ণ কে চাকরি দিতে নির্দেশ।

advertisement

আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও

৬ প্রশ্ন 'ভুল' আদালতের নির্দেশে টেট উত্তীর্ণ হয় সোহম রায়চৌধুরী সহ ২৩ জন। ডিসেম্বর ২০২১, প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় ৬ প্রশ্ন ভুলের নম্বর জুড়ে ২৩ জনই টেট উত্তীর্ণ। অথচ টেট উত্তীর্ণ হয়েও কোনও নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়নি তাদের। আজ আদালতে বোর্ড জানায়, ২০১৬ ও ২০২০ নিয়োগ সম্পূর্ণ। এখন নিয়োগ করার পরিস্থিতি নেই।

advertisement

আরও পড়ুন: 'অভিষেক বন্দ্যোপাধ্যায় হল আমাদের কাছে লক্ষ্মী', শুভেন্দু অধিকারীর মন্তব্যে তোলপাড় বাংলা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 'পর্ষদের ভুল তাদেরই শোধরাতে হবে। রাজ্যের শিক্ষা দপ্তর শূন্যপদ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই তৈরির শূন্যপদের প্রেক্ষিতে  ২৩ জনকে ২৮ সেপ্টেম্বর মধ্যে চাকরি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।'সোহমে'র আর এক আইনজীবী আলি এহসান আলমগীর জানান, ৬ প্রশ্ন ভুলে অনেকেই রয়েছেন। আদালতের নির্দেশে অনেকের চাকরি পাওয়ার আশা উজ্জ্বল হলো।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল