সোমবার আদালতে সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫ ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে যে গন্ডগোল হয়েছিল সেটা র্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে নয়। শিক্ষক দিবস পালনকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাশে কারও উঠলেই আপনারও ওঠে! হাই কি সত্যিই ছোঁয়াচে? …গবেষণায় উঠে এল অদ্ভুত কারণ
advertisement
এই প্রসঙ্গে, বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, ‘‘এখানে যে অভিযোগ রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা গেট ভাঙার চেষ্টা করছেন যার ফলে সিনিয়ররা আহত হতে পারতেন। সেক্ষেত্রে এখানে অপরাধমূলক মামলা হতে পারে, তবে এটা সম্ভবত র্যাগিং না।’’ আগামী বুধবার পরবর্তী শুনানি হবে এই মামলার।
প্রসঙ্গত, ৫ ই সেপ্টেম্বরের গণ্ডগোলের ঘটনায় ১১ জন পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতেই এই মামলা।সাসপেন্ড হওয়া ওই ১১ পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দিলেও ক্লাস করার বা কলেজে প্রবেশ করার অনুমতি দেয়নি আদালত।