TRENDING:

Calcutta High Court on Medical Scam: এক ঘণ্টা! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ! মেডিক্যাল দুর্নীতিতে তোলপাড়

Last Updated:

Calcutta High Court on Medical Scam: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মেডিক্যালে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের এক ঘণ্টার মধ্যেই ওই নির্দেশে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুপুর ২.৩০-র মধ্যে নথি তুলে দেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ। মৌখিক দৃষ্টি আকর্ষণেই স্থগিতাদেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলাটির শুনানি।
হাইকোর্টে স্থগিতাদেশ
হাইকোর্টে স্থগিতাদেশ
advertisement

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মেডিক্যালে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই ঘটনায় আর্থিক দুর্নীতি হয়ে থাকলে, তাও সামনে আসা দরকার বলে মন্তব্য করেন বিচারপতি। এই মামলায় সিবিআই তদন্তে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের এজি আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরেন। ওই তথ্যগুলিও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মামলাকারীর আইনজীবীকে বিচারপতি নির্দেশ, অবিলম্বে এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে।

advertisement

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল

বিচারপতি জানান, এই নির্দেশনামা দুপুর আড়াইটার মধ্যে সিবিআইকে দিতে হবে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, ”শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েক জন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় (হাবে) পরিণত হয়েছে। এত সব কিছুর পরে পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের উপর এই আদালতের কোনও আস্থা নেই। ফলে সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে।” বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে। তাই রাজ্যের কাছে আমি আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে তা তারা জানাবে। ইতিশা সোরেন মামলায় এই নির্দেশ দেন বিচারপতি।

advertisement

আরও পড়ুন: ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি! তাপমাত্রায় কি এবার বিরাট পরিবর্তন? আবহাওয়ার বড় পূর্বাভাস

কিন্তু এরপরই ডিভিশন বেঞ্চে মৌখিক আবেদন জানায় রাজ্য। আর তাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court on Medical Scam: এক ঘণ্টা! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ! মেডিক্যাল দুর্নীতিতে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল