এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মেডিক্যালে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই ঘটনায় আর্থিক দুর্নীতি হয়ে থাকলে, তাও সামনে আসা দরকার বলে মন্তব্য করেন বিচারপতি। এই মামলায় সিবিআই তদন্তে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের এজি আদালতের সামনে কিছু তথ্য তুলে ধরেন। ওই তথ্যগুলিও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। মামলাকারীর আইনজীবীকে বিচারপতি নির্দেশ, অবিলম্বে এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে।
advertisement
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পরই বাংলা নিয়ে বড় প্ল্যান অমিত শাহের! ২৯ তারিখ নিয়ে বিরাট শোরগোল
বিচারপতি জানান, এই নির্দেশনামা দুপুর আড়াইটার মধ্যে সিবিআইকে দিতে হবে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, ”শাহজাহানকে আপনাদের পুলিশকে গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েক জন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় (হাবে) পরিণত হয়েছে। এত সব কিছুর পরে পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। তাই এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের উপর এই আদালতের কোনও আস্থা নেই। ফলে সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে আদালত মনে করছে।” বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে। তাই রাজ্যের কাছে আমি আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে তা তারা জানাবে। ইতিশা সোরেন মামলায় এই নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন: ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি! তাপমাত্রায় কি এবার বিরাট পরিবর্তন? আবহাওয়ার বড় পূর্বাভাস
কিন্তু এরপরই ডিভিশন বেঞ্চে মৌখিক আবেদন জানায় রাজ্য। আর তাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।