TRENDING:

Bogtui Case: রামপুরহাট কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ CBI-এর! কড়া পদক্ষেপ হাই কোর্টের, কী ঘটল?

Last Updated:

Bogtui Case: নিম্ন আদালতের জামিন দেওয়ার এই তাড়াহুড়োর পিছনে কোনও উদ্দেশ্য কাজ করে থাকতে পারে বলে অনুমান সিবিআই -এর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রামপুরহাট কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই-এর।
পদক্ষেপ হাই কোর্টের
পদক্ষেপ হাই কোর্টের
advertisement

কেস ডায়েরি ছাড়াই ২ জনের জামিন নিম্ন আদালতে। জামিন খারিজের আবেদন সিবিআই করলে, তা নাকচ। জামিন পাওয়া একজনেক নাম ভাদু শেখের মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে। সিবিআই-এর অভিযোগ পেয়ে পদক্ষেপ হাইকোর্টের। ২ জনের জামিন মঞ্জুর ও সিবিআই আবেদন নাকচ সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ কপি সহ নথি হলফনামা আকারে আদালতে পেশের নির্দেশ। ৯ মে মামলার পরবর্তী শুনানি।

advertisement

নিম্ন আদালতের জামিন দেওয়ার এই তাড়াহুড়োর পিছনে কোনও উদ্দেশ্য কাজ করে থাকতে পারে বলে অনুমান সিবিআই -এর। বগটুই কাণ্ডে ৬ জন গ্রেফতার। এর মধ্যে ২ জনের জামিন। কেস ডায়েরি ছাড়াই, সিবিআই-কে না জানিয়েই কার্যত একতরফা জামিন। ২ জামিন প্রাপক নাবালক কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সিবিআই-এর। সিবিআই হলফনামা পাওয়ার পর ১০ মে পরবর্তী শুনানি। ভাদু শেখ খুনের তদন্তেও ২ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই।

advertisement

আরও পড়ুন: 'দেশের কর্তাদের আস্ফালনের বিরুদ্ধে...' সরকারের বর্ষপূর্তিতে প্রত্যয়ী মমতার হুঁশিয়ারি!

এদিকে, বগটুই হত্যাকাণ্ডে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। রবিবার সকালে মৃত্যু হয়েছে আতাহারা বিবি নামে আরও এক মহিলার। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। প্রসঙ্গত গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে বগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন সকালে আটজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন: পাঁচিলে রক্তের দাগ, পাশেই একটা মুণ্ডহীন দেহ! শ্রীরামপুরে হাড়হিম কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল আতাহারা বিবির। ফলে হত্যাকাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ সহ আট মহিলার মৃত্যু হল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bogtui Case: রামপুরহাট কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ CBI-এর! কড়া পদক্ষেপ হাই কোর্টের, কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল