৯ এপ্রিল রাতে মনোনয়নের দিন বৃদ্ধির ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। পরদিন সকালেই সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। সেই প্রসঙ্গ টেনে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতির প্রশ্ন ‘কমিশন ভুল করলে শোধরাবে কে?’
বুধবার সকাল ১০.৩০ টা থেকে শুরু হয়েছে মামলার শুনানি ৷ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে মামলার শুনানি শুরু হয়েছে ৷ গতকালও মামলার শুনানি হয় ৷ কিন্তু সেই শুনানিতে মামলার নিষ্পত্তি হয়নি ৷ অন্তর্বতী স্থগিতাদেশ বেড়েছে আরও একদিন ৷
advertisement
পিছোতে পারে পঞ্চায়েত ভোট ? সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত তৃণমূলের
সিঙ্গল বেঞ্চের রায়ের ওপরই নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ। গতকাল আড়াই ঘণ্টার ম্যারাথন শুনানির পরও স্পষ্ট হল না পঞ্চায়েত মামলার ভবিষ্যত। হাইকোর্টে দীর্ঘ সময় শুনানির পর শেষ হয়নি সওয়াল-জবাব। আজ ফের শুনানি শুরু হয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে ।
গতকাল বিচারপতি তালুকদারের এজলাসে তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। আজও ফের সওয়াল শুরু করেন তিনি। পাশাপাশি মামলাকারীদের বক্তব্য শোনা হবে আজ। মামলাকারীদের মধ্যে রয়েছে, BJP, কংগ্রেস, CPI(M) ও ১১টি ট্রেড ইউনিয়ন।